এম এ আই সজিব ॥ শহরের প্রধান সড়কের সবুজবাগ এলাকায় এক রাতে ৩টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতের যে কোন এক সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সবুজবাগ এলাকার তোহফা ইলেকট্রনিক্স, পপুলার টি হাউস ও খোয়াই এন্টারপ্রাইজ শুক্রবার রাতে ব্যবসার কাজ শেষ করে দোকান বন্ধ করে বাসায় যায়। গতকাল শনিবার মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীরা তাদের দোকান খুলেননি। পরে শনিবার রাত ১০টার দিকে তোহফা ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারি মুখলেছুর রহমান তার দোকান খুলে দেখতে পান দোকানের সিলিং ও ক্যাশ বাক্স ভাঙ্গা দেখে তার সন্দেহ হয়। এ সময় তার পাশ্ববর্তী পপুলার ট্রি হাউজের স্বত্ত্বাধিকারী অমল কুমার চক্রবর্তী ও খোয়াই এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোতাচ্ছিম আলী তার দোকান খুলে ক্যাশ বাক্স ভাঙ্গা দেখতে পান। চোরেরা দোকান গুলো থেকে নগদ টাকা ও ইলেকট্রনিক্সের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় শহরে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।