বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে পুলিশ এসল্ট মামলায় দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা কুটান্দর গ্রামের মৃত আবুল বরকতের পুত্র সাবেক বিএনপি নেতা নজরুল ইসলাম শামীম (৪৮) ও হাফিজপুর গ্রামের মৃত মাওলানা ইরফান আলীর পুত্র হাফিজপুর মহিলা দাখিল মাদরাসার অফিস সহকারী আবুবকর সিদ্দিকী (৫০)। সোমবার গভীর রাতে বিশেষ অভিযানে পুলিশ তাদের স্ব স্ব বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি উপজেলার মিরপুর বাজারে মিছিল করার সময় ২০ দলীয় জোট নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে বাহুবল মডেল থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। এ মামলায় উল্লেখিত দুই জামায়াত নেতাকে সন্ধেহভাজন আসামী উল্লেখ করে আদালতে প্রেরণ করা হয়েছে।