নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরান বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির ভয়াবহ সংর্ঘষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সংঘর্ষ চলাকালে পুরানবাজারে শতাধিক দোকানপাটে ভাংচুর, অগ্নিসংযোগ ও প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের ইকবাল মিয়া নামে এক যুবক উবাহাটা গ্রামের মুহিত মিয়ার ঘরে মোবাইল ফোনে কথা বলতে বলতে প্রবেশ করে। এনিয়ে তাদের মধ্যে বাকাবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ খবর দুই গ্রামবাসির মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শায়েস্তাগঞ্জ পুরান বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন বাজারের প্রায় শতাধিক দোকান পাটে ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট ও ক্ষয়-ক্ষতি হয়।
শুক্রবার(১০ জুন) রাত ৯ টা থেকে ১টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আপ্রাণ চেষ্টা চালায়। এ ঘটনায় উভয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।