মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে নির্বাচনী সহিংসতার জের ধরে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বারের সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ১০ জন আহত হয়।
আহত সুত্র জানায়, গত ইউপি নির্বাচনে ওই গ্রামের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনাই মিয়ার সাথে একই গ্রামের আব্দুল হাই মেম্বারের প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে আব্দুল হাই পরাজিত হয়। এর জের ধরে শুক্রবার ওই সময় বিজয়ী মেম্বার মনাই মিয়া ও পরাজিত মেম্বার আব্দুল হাইয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিতু মিয়া, তৌহিদ মিয়া, জুবায়ের, খেলু মিয়া ও রোমান মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।