সিলেট: সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটদের অধিকাংশই বিভিন্ন মামলার পলাতক আসামি।
বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে শুক্রবার (১০ জুন) দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৪১ জন, হবিগঞ্জ জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৪২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) দুপুরে আটকের এ তথ্য জানান সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত সিলেট রেঞ্জের অন্তর্গত চারটি জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
এছাড়া মহানগর এলাকা থেকেও আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।