এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের আবারো পরিচালিত হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোড, বগলাবাজারসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয় এ অভিযান। হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস জানান ফুটপাত দখলমুক্তকরন, পথচারীর চলাচল নির্বিঘন্ন পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা দুরীকরণ, যানজট নিরসন এবং শহরের শৃংখলা ও সৌন্দর্য্য বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।