ডেস্ক : পৌর মেয়র ছালেক মিয়ার পদক্ষেপে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ শহর যানজটমুক্ত হয়েছে। প্রায়ই শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার নেতৃত্বে শহরের দাউদনগরবাজার মোড়, দেউন্দি সড়ক মোড়, পুরানবাজারসহ বিভিন্ন পয়েন্টে যানজটমুক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে শহরের রাস্তাঘাট যানজটমুক্ত হয়েছে। তার সাথে সুগম হয়েছে জনসাধারণের চলায় পথ।
পথচারী আবুল কায়ের মিয়া বলেন- দাউদনগরবাজার মোড় যানজট লেগেই ছিল। পৌর মেয়রের যুগান্তকারী পদক্ষেপে যানজট মুক্ত। তাই এ শহর এখন নতুন রুপ লাভ করেছে। আমরা এমন একটা শহরই চাই।
এ ব্যাপারে পৌর নাগরিক সুজন মিয়া, কাজল দাশ, রুবেল মিয়া বলেন- বর্তমান মেয়র গতিশীলভাবে কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে শুধু শহর যানজটমুক্ত হচ্ছে না। শহরের পরিস্কার পরিছন্ন কার্যক্রমও চলছে সমানতালে। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।