বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

মুক্তি যুদ্ধে শায়েস্তাগঞ্জ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

Karmrul-Hasanকা ম রু ল হা সা ন: মুক্তিযুদ্ধ নয়, যেন জনযুদ্ধ। গ্রাম-গঞ্জের কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনা সদস্য, সর্বপুরি আপামর জনতা যে যেভাবে পারে পাক-বাহিনীর মোকাবেলা করেছে। দেশের কিছু লোক ছাড়া সবাই মনে প্রাণে চেয়েছে দেশ শত্রুমুক্ত হোক। যুদ্ধে অংশগ্রহনকারী নারী-পুরুষের আত্মত্যাগের ফলে সফল হয় মুক্তিযুদ্ধ। সফলতার অংশ হিসেবে শায়েস্তাঞ্জের অবদানও কম নয়।

শায়েস্তাগঞ্জ ছোট্র  একটি অঞ্চল। অঞ্চল ছোট্র হলে এর বিশালতা ব্যাপক। ঐতিহ্যবাহী নানা নিদর্শন, যোগাযোগের ক্ষেত্র এই ছোট্র অঞ্চলটিকে মানুষের কাছে পরিচিত করে তুলেছে। তেমনি স্বাধীনতা যুদ্ধেও বীরত্বের অধিকার রেখেছেন এখানকার মুক্তিযোদ্ধারা। খেতাব পেয়েছে বীরবিক্রম থেকে শুরু করে সম্মুখ যুদ্ধে বৃহত্তর সিলেটের মধ্যে প্রথম শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে।

১৯৭১ সালের ২৫ মার্চ।  দিন পেরিয়ে এলো ভয়াল কালো রাত। এক দুঃস্বপ্নের রাত। রাইফেল আর ট্যাংকের ভয়ানক শব্দে রাত হল বিভীষিকাময়। পাক জানোয়াররা অতর্কিত হামলা চালায় ঢাকা, চট্রগ্রামসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বড় বড় শহরের নিরস্ত্র জনতার উপর। পাকিস্তানি হায়েনার দল ঝাঁপিয়ে পড়ে আবহমান গ্রাম-বাংলার ঘুমন্ত মানুষের উপর। ২৬ মার্চ শুরু হলো স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে শায়েস্তাগঞ্জের মুক্তিকামী জনতাও ঘরে বসে নেই। জান-মাল বাজি রেখে যাপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে।

২৯ মার্চ শায়েস্তাগঞ্জে মুক্তিযুদ্ধ পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটিতে তৎকালিন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদার হোসেন(প্রয়াত) সভাপতি,  ডাঃ মাহতাব উদ্দিন(প্রয়াত) সহ-সভাপতি, নিম্বর আলী তালুকদার(প্রয়াত) সহ-সভাপতি, আব্দুর রেজ্জাক রাজা মিয়া সহ-সভাপতি, সৈয়দ অলিউর রহমান সাধারন সম্পাদক, শফিকুর রহমান যুগ্ম সম্পাদক, আজব আলী(প্রয়াত) সদস্য, আইয়ুব আলী (প্রয়াত) সদস্য , মঞ্জুর হোসেন সদস্য, প্রাণেশ দত্ত সদস্য, ডাঃ মহিউদ্দিন আহমেদ সদস্য, জহিরুল হক (প্রয়াত) সদস্য, এস এম মহসিন সদস্য ছিলেন কমিটিতে।

কমিটিতে উল্লেখিত সদস্যদের মধ্যে দক্ষিণ বড়চর(তালুকহড়াই) গ্রামের শফিকুর রহমান ও পূর্ব বড়চর গ্রামের প্রাণেষ দত্ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। আর কমিটি অন্যান্যরা এদ্বঞ্চলের লোকজনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করার জন্য সাহস যুগিয়েছেন, পাশাপাশি যুদ্ধের বিভিন্ন বার্তা যোদ্ধাদের কাছে পৌছাতেন। এ অঞ্চলের অনেক বীর মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধিনের জন্য দিয়েছে তাজা রক্ত ও প্রাণ।

সীমাবদ্ধতার কারনে সকলের নাম প্রকাশ করতে না পারলেও সংবাদকর্মী হিসেবে সকলের প্রতি রইল স্বশ্রদ্ধ সামাল।  যাদের কথা না লিখলে আমার লেখাও অসম্পন্ন থেকে যাবে এদেরই একজন শফিকুর রহমান। যুদ্ধের সময় তিনি ছাত্র ছিলেন। তরতাজা যুবক থাকার কারনে মে মাসের প্রথম সপ্তাহে দেশমাতৃকার টানে যাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি মুলত গেরিলা যোদ্ধা ছিলেন, ৩নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মতিনের অধিনে প্রথম পর্যায়ে তেলিয়াপাড়া, শাহজিবাজার, মনতলায় গেরিলা যুদ্ধে অংশগ্রহন করেন। পরবর্তীতে সেক্টরের হেডকোয়াটার হেজামারায় অধিকাংশ সময় কাটান। তার সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন গোড়ামী গ্রামের মুক্তিযোদ্ধা আঃ শহীদ তরফদার।

আরেক ছাত্রনেতা প্রাণেশ দত্ত। মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আশ্রয় নিলেন। সেখানে আকস্মিকভাবে কমান্ডেট মানিক চৌধুরীর সাথে দেখা হয়। মানিক চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। তারই প্রেরনায় করিমগঞ্জে ৫৭নং আসাম বেঙ্গল রেজিমেন্টের মিত্র বাহিনীতে যোগদান করে ১৬৭জন সহযোদ্ধাদের সাথে সক্রিয় ভাবে পাকবাহিনীর সঙ্গে সংগ্রাম করে জকিগঞ্জে অবস্থানরত বেলুচ পাকিস্তানি রেজিমেন্ট ধ্বংস করে ৯ ডিসেম্বর শত্র“ মুক্ত করেন।

মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা। শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মরহুম কাজী আব্দুল সালামের পুত্র। ১৯৭১ তিনি হাই স্কুলের ছাত্র। এপ্রিল মাসে ছাত্র নেতা দেওয়ান মাহবুবুল হকের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। পরবর্তীতে ভারতের ত্রিপুরার খোয়াই নামক স্থানে ২২-এম.এফ কোম্পানীতে যোগদান করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীনে ভুমিকা রাখেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ইচছালিয়ার সেতু ধবংস করে একঢালায়  রাজাকারদের ঘাঁটিতে আক্রমনের পরিকল্পনা করেন।

১৯৭১ সালের ২৯ এপ্রিল পাকবাহিনী একটি টিম শায়েস্তাগঞ্জে আসে। টিমের মেজর সরাফত খাঁন শহরের ডাক বাংলো ও অধিনায়ক আদব খাঁন ঠান্ডা গুদামে পৃথক দুইটি ক্যাম্প তৈরি করে। দিনে-রাতে এলাকার সহজ সরল নিরস্ত্র মানুষের উপর অমানবিক নির্যাতন চালায় পাকবাহিনী। তবে শায়েস্তাগঞ্জ এলাকায় কোন যুদ্ধ সংগঠিত হয়নি। যুদ্ধ হয়েছে চুনারুঘাটের সীমান্ত ও সিলেটের বিভিন্ন অঞ্চলে । আর সীমান্ত এলাকায় সংঘটিত যুদ্ধে শায়েস্তাগঞ্জের বেশ কয়েকজন অংশগ্রহন করেন। অধিকাংশ যোদ্ধারা বিভিন্ন প্রান্তরে যুদ্ধক্ষেত্রে সক্রিয় অংশ নেন।  এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহে কমান্ডেন্ট মানিক চৌধুরী নেতৃত্বে শেরপুরে যুদ্ধক্ষেত্রে অন্যান্য যুদ্ধাদের সাথে অংশগ্রহন করেন শায়েস্তাগঞ্জ চরনুর আহমদ(নিজগাঁও) গ্রামের মহফিল হোসেন এবং পূর্ব বড়চর গ্রামের হাফিজ উদ্দিন। সেখানে সম্মুখ যুদ্ধে পাক সেনাদের গুলিতে শহীদ হন এই দুই বীর সেনানি। ফলে বৃহত্তর সিলেটের প্রথম দুই শহীদ মুক্তিযুদ্ধা তাঁরা দুইজন। তাদের কবরস্থান শায়েস্তাগঞ্জ পূর্ববড়চর প্রাইমারী স্কুলে পাশে দেয়া হয়। শেরপুর যুদ্ধের পর মুক্তিবাহিনীর খাদ্যাভাব দেখা দেয়। কামান্ডেন্ট মানিক চৌধুরী  সহযোদ্ধাদের নিয়ে শায়েস্তাগঞ্জের খাদ্য গুদামের তালা ভেঙ্গে মুক্তিবাহিনীর জন্য প্রচুর পরিমান মাধ্যসামগ্রী সংগ্রহ করেন।

চুনারুঘাটের সীমান্তে শায়েস্তাগঞ্জের যে কয়জন মুক্তিযুদ্ধে অংশগ্রহন  করেছেন তাদের মধ্যে দাউদনগর গ্রামের আকবর আলী  তারই ছোট ভাই মাহতাব আলী এবং মোতাহির মিয়া। তারা ৩নং সেক্টরের মেজর শফিউল্লাহ ও ক্যাপ্টেন এজাজ হোসেন-এর নেতৃত্বে খোয়াই শহরের দুর্গানগর, পরবর্তীতে চুনারুঘাটের নালমুখ, একডালা নামকস্থানে পাকসেনাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। এখানে আকবর আলীর পায়ে গুলি লাগলে আহত হন। আজও তার পায়ে গুলির চিহৃ আছে ফলে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে শীকৃত।

মে মাসের ১৬ তারিখ ৩নং সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আজিজুর রহমানের অধীনে চুনারুঘাটের বালুমারা ফরেস্ট বিটের নিকট পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধে সাহসিকতা প্রদশর্ণ করে শত্র“র হাতে শহীদ হন শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর গ্রামের রমিজ উদ্দিন। তাঁর বীরত্বপূর্ন অবদানের জন্য ১৯৭২ সালে ঢাকা সেনানিবাসে রমিজ উদ্দিনের নামে একটি কলেজ নামকরন করা হয়। আজও সেই কলেজটি স্বাক্ষী মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন। শহীদ রমিজ উদ্দিন মুক্তিযুদ্ধের সময় তার উপর অর্পিত দায়িত্বের উবের্ধ উঠে অসাধারন বীরত্ব প্রদর্শন করে ২১জন সহযোদ্ধার প্রানরক্ষা করেছিলেন। এরই প্রেক্ষিতে ২০০৩ সালে শহীদ রমিজ উদ্দিন কলেজ সেনা দপ্তরের অনুমোদন ও নির্দেশে রমিজ উদ্দিনকে বীর বিক্রম খেতাবে ভুষিত করে স্টোন স্থাপন করা হয়।

মে মাসের কোন একদিন পাকবাহিনী শায়েস্তাগঞ্জ  দাউদনগর বাজারে ঢাকাইয়্যা খলিফা নামেখ্যাত তার দুই ছেলে যথাক্রমে জয়নাল ও নুরুকে দোকান থেকে ধরে নিয়ে খোয়াই নদীর ব্রীজের নিকট গুলি হত্যা করেছিল। একই মাসে শহরের বর্তমান আলীগঞ্জ বাজারে খাদ্যগুদামের মহকুমার অফিসার, দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক, কেরানী, দুইজন পিয়ন তাদের একজন পিয়নের নাম ছমদ। তাদেরকে গুদাম থেকে ধরে খোয়াই নদীতে গুলি করে হত্যা করে। কদমতলী গ্রামের মুক্তার আলী নামে একজনকে রেলস্টেশন থেকে ধরে শ্রীমঙ্গল নিয়ে যায় পাকবাহিনী।

আজও মুক্তার আলীর খবর জানা যায়নি। (এখানে উল্লেখ থাকে যে রেলস্টেশনে পাকসেনাদের সামনে মুক্তার নাম উচ্ছারণ করে তাকে ডাকলে পাকসেনারা মুক্তার শব্দকে মুক্তি মনে করে তাকে ধরে নিয়ে যায় জুন মাসে দক্ষিণ বড়চর(তালুকহড়াই) গ্রাম থেকে ইব্রাহিম আলীকে ধরে নেয় মুক্তিযোদ্ধারা। পাকবাহিনীর ধারনা এই গ্রামের মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের সাথে ইব্রাহিম আলী যোগাযোগ আছে । জুলাই মাসের কোন এক সময় লালচান্দ চা বাগান থেকে ১১জন চা শ্রমিক তাদেরকে মুক্তিযোদ্ধা মনে করে ধরে নিয়ে শায়েস্তাগঞ্জের দিঘির পাড় নামকস্থানে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল। আজও শায়েস্তাগঞ্জের গণকবর স্বাক্ষী হয়ে আছে।

অবশেষে আসে ৭ ডিসেম্বর। শায়েস্তাগঞ্জের মুক্তিকামী যোদ্ধারা বাল্লা ভিপি দখল করেন। একই রাতে আমুরোড হয়ে চুনারুঘাট থানা দখলমুক্ত করেন। রাত ১১টার পর রওয়ানা দেন শায়েস্তাগঞ্জের দিকে। রাত ১২টার প্রথম প্রহরে মুক্তিযোদ্ধাদের একটি দল শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের ওভারব্রীজের উপর উড়িয়ে দেন লাল-সবুজের পতাকা। এসময় সকল মুক্তিযোদ্ধারা আনন্দে উল্লাস করে শ্লোগান তুলে ‘জয় বাংলা-বাংলার জয়’।

লেখক
বার্তা সম্পাদক
করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!