এম এ আই সজিব ॥ মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২৭ হাজার ৫শ টাকার ভারতীয় মদ ও জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গতকাল বুধবার ভোররাতে বাল্লা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল চুনারুঘাট উপজেলার গোবরখোলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩ লাখ ৭ হাজার ৫শ টাকার মূল্যের ২০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই দিন মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আজিজুর রহমানের নেতেৃত্বে বিজিবি টহলদল সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত ২০ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতির টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।