আকরামুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও পল্লী গ্রামে শতাধিক নারী পুরুষদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সরিজমিনে গিয়ে জানা যায়, ৮জুন ২০১৬ইং বুধবার সকাল ১১ঘটিকায় ৯নং রানীগাঁও ইউনিয়নে গাভীগাঁও গ্রামের আব্দুল করিমের বসত বাড়িতে পল্লী সমাজের আয়োজনে শতাধিক দরিদ্র নারী পুরুষ সদস্য সহ এলাকার ছোট বড় সকলকেই বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেসার চেকআপ করা হয়েছে।
ডায়াবেটিস ও চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠানে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাক্তার বিধান দেব রায়। বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠানকে সফল করার জন্য দিনরাত পরিশ্রম করায় পল্লী সমাজের ক্যাশিয়ার রেজিয়াকে এলাকাবাসী ধন্যবাদ জানায় এবং এ ধরণের ক্যাম্পেইন যাতে প্রতি বছরেই হয় এ ব্যাপারে ক্যাম্পেইনে আগত উপস্থিত রোগীরা এ অনুরোধ জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক গৌতম কুমার চক্রবর্তী, চুনারুঘাট পল্লী সমাজ ও নারী ক্ষমতায়নের অফিসার অল্লিকা দাস, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, সাতছড়ি জাতীয় উদ্যানের সিএমসি সদস্য রাবেয়া খাতুন, চুনারুঘাট এফও(এমআইওয়াইসিএন) প্রীতিময় দাস, গাভীগাঁও পল্লী সমাজের সভা প্রধান রোকেয়া, সেক্রেটারী খোদেজা বেগম, ক্যাশিয়ার রেজিয়া, ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত মেম্বার মোঃ কামাল মিয়া, মহিলা মেম্বার নমিতা পাল, বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক মোঃ আব্দুল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চেকআপ করাবেন। নিকটস্থ পল্লী সমাজের সদস্যদের কাছে যোগাযোগ রাখবেন।