নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে আব্দুল ছবুর (২৫) নামের এক অবৈধভাবে আবদানী নিষিদ্ধ ভারতীয় ১০ হাজার নাসির বিড়িসহ গ্রেফতার করেছে । ধৃত ছবুর উপজেলার করগাওঁ ইউপি গুমগুমিয়া ছিদরপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের ছেলে । তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, উক্ত ছবুর দীর্ঘদিন নাসির বিড়ির ব্যবসা করে আসছে। বুধবার উল্লেখিত ভারতীয় নাসির বিবি নিয়ে বিক্রির জন্য স্থানীয় বাজারে যাওয়ার পথে নবীগঞ্জ কলেজ রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১০ হাজার নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।