হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবল উপজেলার হাফিজপুরে সোমবার সন্ধ্যায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজাজুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিতালী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।