জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদরসহ ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পুলিশ প্রশাসন।
রবিবার দুপুর ১২টার সময় পুলিশ সুপারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, সাজ্জাদ ইবনে রায়হান, সাজিদুর রহমান ও সুদিপ্ত দাশ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিবির ওসি মোশারফ হোসেন পিপিএমসহ সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, শেষধাপে অন্যান্য জেলার চেয়ে হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহিংসতা,কেন্দ্র দখল, জালভোটসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে জন্য তিনি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করায় সাংবাদিকসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।