বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ব হিটস্টোকে নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে সুরাবই গ্রামে এ ঘটনা ঘটে।নিহত লাল মিয়া হাজী মঞ্জব উল্লাহর পুত্র।
নিহতের ভাতিজা জাহাংগীর জানান তার চাচা লাল মিয়া প্রচন্ড গরমে চটপট করছিলেন। হঠাৎ বুকে ব্যাথা উটলে মৃত্যুর কুলে ঢলে পড়েন।