বিশেষ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার সকাল ১১টায় তিনি তার বাড়ীতে আত্মীয়স্বজনের সাথে নির্বাচনী শলাপরামর্শ করতে গিয়ে তিনি হৃদ রোগে আক্রান্ত হন। পরণেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেম্বার প্রার্থী আব্দুল মালেক ওই ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোরগ প্রতীকে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, কোন মেম্বার পদপ্রার্থী মারা গেলে নির্বাচন স্থগিত হয় না। এমনকি কোন প্রার্থী মারা গেলে ওই প্রার্থীর প্রতীকে যদি ভোট দিয়ে জনগণ কাঙ্খিত পরিমাণ ভোট দেয় তাহলে তাকে নির্বাচিত ঘোষনা করা হবে এবং পরে উপ-নির্বাচন দেয়ার বিধান রয়েছে ।
উল্লেখ্য যে, ওই ওয়ার্ডে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মৃত আব্দুল মালেকের অবস্থান ছিল আশানুরূপ বলে এলাকাবাসী জানিয়েছেন।