চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ আগামী ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এক নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন তিনি।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বর্তমান চেয়ারম্যান সনজু চৌধুরী। তিনি বিগত পাঁচ বছরে ২বার জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি তার ইশতেহারে বলেন, শিক্ষা, যোগাযোগ ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা, চা শ্রমিক ও মনিপুরী সম্প্রদায়ের উন্নয়ন,সামাজিক বিরোধ নিষ্পত্তি, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের উন্নয়ন, সামাজিক সু-রক্ষা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, জাতীয় দিবস পালন, মাদক ও নেশা মুক্ত সমাজ গঠন ও পরিবেশ সংরক্ষনে ভূমিকা রাখবেন। তিনি বিগত ৫ বছরে ৪টি প্রাথমিক স্কুল, ২টি জুনিয়র স্কুল ও একটি কলেজ নির্মান করে দৃষ্ঠান্তস্থাপন করেছেন বলে দাবী করেন। গতকাল বৃহঃবার সন্ধায় স্থানীয় আমুরোড বাজারে অবস্থিত ইউনিয়ন কার্য্যালয়ে সাংবাদিকদের সামনে এ ইশতেহার ঘোষনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন ও আমুরোড বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, সাংবাদিক নুরুল আমীন, আঃ রাজ্জাক রাজু, আজিজুল হক নাসির ও এম এস জিলানী আখনজী প্রমূখ।