এম এ আই সজিব ॥ বাহুবলে এক মেম্বার প্রার্থীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। অপমান সইতে না পেরে ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ওই মেম্বার।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় এ ঘটনাটি ঘটে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫নং লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরীফুল আব্দাল কুটি আপেল মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন। কিন্তু ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের সাথে নির্বাচনী বিরোধ চলে আসছে।
গত মঙ্গলবার রাত ১২ টার সময় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এই অপমান সইতে না পেরে পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে একটি গাছে গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।তার অবস্থা আশংকা জনক।