চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ভাবীকে ধর্ষণের দায়ে দেবরকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে চুনারুঘাট থানার এসআই বিপ্লব কুমার চন্দের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সতং গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আকবর আলীর ছেলে মোঃ জাহেদ মিয়া (২২) কে তার চাচাত ভাবীকে ধর্ষণের অভিযোগে আটক করে। এ ব্যাপারে ধর্ষিতা ভাবী চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫সালের ১০সেপ্টেম্বর অনুমান রাত ১০টার দিকে মোঃ জাহেদ মিয়া তার ভাবীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
বর্তমানে ওই ধর্ষিতা ভাবী ৮মাসের অন্তস্বত্তা হয়ে আগত সন্তানের অনাগত ভবিষৎ নিয়ে শংকায় আছেন।
আটককৃত ধর্ষক মোঃ জাহেদ মিয়াকে মঙ্গলবার দুপুর ২টায় হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।