চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাটের রাণীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মাদ্রাসা টিচার্স এসোশিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ইং উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হকসহ গঠিত নির্বাচন বোর্ড এ ফলাফল ঘোষণা করেন। তিনি উপজেলার দক্ষিণ রাণীগাঁও গ্রামের মৃত মোঃ রহিছ আলী ঠিকাদারের ছেলে।
উল্লেখ্য, মাসুক মিয়া ১৯৯৫ইং সনে বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছিন চুনারুঘাট উপজেলা শাখার (মাদ্রাসা টিচার্স এসোশিয়েশন) ভোটে জয়েন্ট সেক্রেটারী নির্বাচিত হন। পরে উক্ত মাদ্রাসা টিচার্স এসোশিয়েশনের কমিটিতে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পূনরায় ২০১৬ইং সনে বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছিন চুনারুঘাট উপজেলা শাখার (মাদ্রাসা টিচার্স এসোশিয়েশন) সাধারণ সম্পাদক মনোনীত হয়ে এ পর্যন্ত সধারণ সম্পাদক পদে ৩বার মনোনীত হয়েছেন।
এছাড়াও বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছিন হবিগঞ্জ জেলা শাখার (মাদ্রাসা টিচার্স এসোশিয়েশন) এর সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি চুনারুঘাট উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ও সাবেক সদস্য চুনারুঘাট প্রেসক্লাব। উপজেলা পর্যায়ে এ শ্রেষ্ঠত্ব অর্জনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।