মোঃ রহমত আলী ॥ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে হবিগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট শাহরিয়ার জামিল এর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আদালত শহরের শায়েস্তানগর এলাকায় উদ্ভোদ্ধকরণ তামাকী তামাক জাতীয় দ্রব্যের আকর্শনীয় লিফলেট টানিয়ে রেখে প্রচারণার অভিযোগে মামুন এন্টার প্রাইজ কে ৫শ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সালাম স্টোর কে ৫শ টাকা, খাজা হোটেল কে ৫শ টাকা, ও দুই নং পুল এলাকার কাউসার এন্টার প্রাইজকে ৫শ টাকা, শেখ এন্টার প্রাইজ কে ৫শ টাকা ও বেনু দাশ কে ২শ টাক জরিমানা করা হয়। এসময় উস্থিত ছিলেন হেলথ এডোকেশন অফিসার মোঃ কলিম উল্লা সিকদার, সীমান্তি তামাক মুক্ত সিলেট প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ হামিদুর রহমান ও হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।