খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে : জনতা-ই সরকার, সরকার হোক জনতার এই স্লোগান নিয়ে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউপি নির্বাচনে প্রার্থী ও জনগনের সেতুবন্ধন রচানায় জনতার মঞ্চে জনতার মুখোমুখি প্রশ্নের এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমাবার দুপুর ১২টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে সচেতন রানীগাঁও ও গ্রাম বাংলা উন্নয়ন পরিষদ (ভি.ডি,সি)উদ্যোগে জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা। আগামী ৪ জুন নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধিগন জনতার উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা প্রতিশ্র“তি আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন রানীগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রিপন,স্বতন্ত্র প্রার্থী নরুল মোনীম চৌধুরী ফারুক, জাপা সমর্থিত প্রার্থী হুমায়ন কবিরের পক্ষের বজলু আহমেদ,জনতার পক্ষে রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, ইউপি সদস্য প্রার্থী, ইউপি সদস্য প্রার্থী এসএম সুলতান খান, আঃ গনি মেম্বার ও মিজানুর রহমান লাল মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজেন ভি.ডি.সির সদস্য মাহমুদ রহমান, খালেদ মিয়া, এমরান আহমেদ, পাবেল মিয়াসহ ২৪ জন উদ্যোক্তা।