তবে শতরান করেই থামেননি। আউট হওয়ার আগে খেলেছেন ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস। নয় চার এবং ১৬ টি ছক্কা মেরেছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৯তম ওভারে ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। এরপর থেকেই ক্যারিবিয়ান বোলারদের উপর আফ্রিকান ঝড় বইয়ে দেন তিনি। হাশিম আমলার সঙ্গে ৬৭ বলে ১৯২ রানের পার্টনারশিপ গড়ার পথে পাড়ার বোলারদের মানে নামিয়ে আনেন ক্যারিবিয়ান বোলারদের।
ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৬ ছয়ের বিশ্বরেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের দখলে। এই ইনিংস খেলার পথে ভেঙ্গেছেন জয়সুরিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে লংকার এই সাবেক ওপেনার ১৭ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড করেছিলেন। ১৬ বলে হাফসেঞ্চুরি করে সে রেকর্ড ভেঙ্গেছেন এবি ডি ভিলিয়ার্স।
১৯৯৬ সালের ২ এপ্রিল সনাথ জয়সুরিয়া পাকিস্তানের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর পাঁচ মাস পর ১৯৯৬ সালের ৪ অক্টোবর কেনিয়ার নাইরোবিতে ৩৭ বলে সেঞ্চুরি করে জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। এর ১৮ বছর ২০১৪ সালের প্রথমদিনই ৩৬ বলে সেঞ্চুরি করে আফ্রিদির রেকর্ড ভাঙ্গেন নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন।