চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজজেলার আহম্মদাবাদ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীর নির্বাচনী পথ সভা চলাকালীন সময়ে বেপরোয়া ভঙ্গিতে তিনবার সভার মাঝ দিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী
আ: লতিফের ঢাকঢোল পিটিয়ে মিছিল করাকে কেন্দ্র করে জনমনে রীতিমত আতংকের সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের অভিমত,প্রশাসনের অনুমোদন সাপেক্ষে জেলা ও কেন্দ্রীয় নেতাদের থাকার পরও যদি আ: লতিফ নিজে সামনে থেকে এমন হীন মানসিকতার
কাজ করতে পারেন তবে,সাধারণ জনগন কিভাবে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ কিংবা ভোটাধিকার প্রয়োগ করবেন?
জানা যায়,৩০/০৫/২০১৬ইং তারিখে
প্রশাসনের অনুমোদন নিয়ে নির্বাচনী প্রচারনার জন্য উপজেলার আমুরোড বাজারের পঞ্চ মোড়ে এক পথ সভার আয়োজন করেন প্রার্থী সনজু চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, হবিগন্জ জেলা আওয়ামীলীগ সদস্য ওপৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত দত্ত টিটু,
সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগ সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ,জেলা কৃষক লীগ সভাপতি হুমাউন রেজা,কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক যুবায়ের আহমেদ, জেলা ছাত্রলীগ সেক্রেটারী মুকিতুল ইসলাম,
আহম্মদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবেদ হাসনাত চৌধুরী সনজু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃ বৃন্দ।
সভা চলাকালিন সময়ে বিদ্রোহী প্রার্থী আঃ লতিফ ও তার সমর্থকরা বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে আনারস আনারস মিছিল দিয়ে তিনবার
সভার মাঝ দিয়ে আসা যাওয়া করেন এবং পাশে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে মিছিল করেন।
এ সময় সভায় উপস্থিত আওয়ামীগ নেতৃ বৃন্দরা তাঁদের সমর্থকদের সামলে রেখে আঃ লতিফের সমর্থকরা শান্ত হওয়ার পর সভার বাকী কাজ সম্পন্ন করেন।
সব বক্তারাই ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহবান জানান উপস্থিত জনতাকে।