নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতকে বহিস্কার করেছে ইউনিয়ন আওয়ামীলীগ। ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরযুক্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে উক্ত আব্দুল মুকিত আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী ( নৌকা প্রতীক) এর বিরোধীতা করে প্রতিদ্বন্ধি অপর প্রার্থীর পক্ষে কাজ করার সুর্নিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যায় ইউপি আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এবং চুড়ান্ত বহিস্কারের জন্য জেলা ও উপজেলা আওয়ামীলীগ বরাবরে সুপারিশসহ র্যাজুলেশন পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।