চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কাজীরখিল গ্রামে মসজিদের মাইক চুরির অভিযোগে রাজিব মিয়া (২৮) চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকাল নরপতি কাজিরখিল বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা রানীগাঁও ইউনিয়নের গিয়াস উদ্দিনের ছেলে রাজিব রাতের আধারে কাজিরখিল বাজারে মসজিদের মাইক চুরি করে নেওয়ার সময় স্থানীয় জনতা তাকে ধৃত করে উত্তম-মধ্য শেষে পুলিশে সোপদ করেন। পুলিশ জানায়, রাজিবের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক অভিযোগ রয়েছে। সে মাদকসেবীও বটে।