বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জোরে শোরে প্রচারণায় নেমেছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও প্রচারনায় রয়েছেন।
প্রতীক বরাদ্ধের পর পোস্টারে পোস্টারে সয়লাব হয়ে গেছে চা-বাগান এলাকা তথা বাসা বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের গেইট। তবে প্রভাবশালী প্রার্থীরা নিজেদের প্রতীক সংযুক্ত করে নির্বাচন আচরণবিধির লঙ্ঘনের মধ্য দিয়ে পোস্টার লাগাচ্ছেন বিভিন্ন বাড়ি ঘরের দেয়ালে দেয়ালে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেজুঁতি ধরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ধানের শীষ প্রতীকে সামায়ূন কবির চৌধুরী ২ হাজার ও নৌকা প্রতীকের আজমল হোসেন চৌধুরীকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
সূত্র জানায়, দেয়ালে পোস্টার লাগানো ও রঙ্গীন পোস্টার ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে।