নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ৮ জন বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত প্রার্থীরা হলেন- ১নং গাজীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল লতিফ, ৩নং দেওরগাছ ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য স্বপন সাঁওতাল, ৪নং পাইকপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম।
৫নং শানখলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ছাদেকুর রহমান ছাদেক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মিজান, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুর রশিদ মাস্টার।
আলমগীর খান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপির নির্দেশক্রমে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।