মোঃ জামাল হোসেন লিটন চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় চুনারুঘাট পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহমেদ জামিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার। এতে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।