ডেস্ক : ভারতীয় চ্যানেল স্টার জলসার সিরিয়ালে আত্মহত্যার দৃশ্য দেখে অভিনয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে রামগঞ্জের স্কুলছাত্রী প্রিমা পাল (৯)।
বুধবার বিকেলে রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের মন্দারবাড়িতে গলায় ফাঁস লেগে এ মৃত্যুর ঘটনা ঘটে।
প্রিমা ওই ইউনিয়নের মন্দারবাড়ি এলাকার নরেশ পালের মেয়ে। সে পূর্ব মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি ছাত্রী।
নিহতের বাবা নরেশ পাল জানান, প্রিমা বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে সিরিয়াল দেখছিল। এ সময় সিরিয়ালে তার বয়সী একটি মেয়েকে গলায় ফাঁস নিতে দেখে সেও ওই দৃশ্যে অভিনয় করবে বলে সিদ্ধান্ত নেয়। পরে ঘরের আলনার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিনয় করতে গেলে তার মৃত্যু ঘটে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।