নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৫০ হাজার টাকার ঐচ্ছিক বরাদ্দ থেকে পাঁচ হাজার টাকা করে অর্থ প্রদান করলেন এমপি কেয়া চৌধুরী। বুধবার তাঁদের মধ্যে চেক প্রদান করা হয়।
চেক প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, পঙ্গু নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, নির্যাতিতা নারী মুক্তিযোদ্ধা মালতি রানী সুক্লবদ্য, নির্যাতিতা নারী মুক্তিযোদ্ধা পুষ্প রানী সুক্লবদ্য, নির্যাতিতা নারী মুক্তিযোদ্ধা সাবিত্রি নায়েক ও শহীদ সন্তান মন্টু বিশ্বাস।