বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার মির্জাপুর গ্রামে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় অরবিন্দু নামে এক যুবক আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শশী মহন বৈষ্ণবের পুত্র শুকচান বৈষ্ণবের একই এলাকার মৃত উমেদ লালের পুত্র অরবিন্দুর দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার ওই পূর্ব বিরোধের জের ধরে অরবিন্দুকে রাস্তায় এক পেয়ে প্রতিপক্ষ দলের শশী মহন বৈষ্ণব গংরা তাকে পিটিয়ে আহত করে।
এতে সে রক্তাক্ত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে।