দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির-এর সম্মানে যুক্তরাজ্যস্থ শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) যুক্তরাজ্যের ব্রিকলেনে অবস্থিত সোনারগাঁও রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হবিগঞ্জ-লাখাইয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখায় সংসদ সদস্য এডভোকেট এডভোকেট মোঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি ভবিষ্যতেও দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।