খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা ঠেকাতে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে ১০টি ইউনিয়নের মাঝে ৬টি তে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। তবে উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়ে মাঝি হওয়ার হাল ধরছেন- ১নং গাজীপুর ইউপি’তে ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি হুমায়ুন কবীর খাঁন, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৩নং দেওরগাছ ইউনিয়নে উপজেলা আওয়ামলীগ সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান চৌধুরী শামছুন নাহার, ৪নং পাইকপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, ৫নং শানখলা ইউপি’তে ইউনিয়নে যুবলীগের লীগের সভাপতি ফজলুর রহমান তরফদার সবুজ, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা আবদালুর রহমান।
এদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন বিদ্রোহী প্রার্থী- ১নং গাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ, ৩নং দেওরগাছ ইউনিয়নে চা-শ্রমিক নেতা স্বপন কুমার সাওতাল, ৪নং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আঃ রশীদ মাষ্টার।
বিদ্রোহী প্রার্থী তারা নিজেদের জন্যও জোরেশোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নৌকা ঠেকাতে উঠেপড়ে লেগেছেন। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচনে ভোট হওয়ায় ভোটাররা পড়েছেন বিপাকে।
প্রার্থী পছন্দের হলেও প্রতীক পছন্দের নয় এমন অভিমত অনেক ভোটরাই ব্যক্ত করেছেন। সরেজমিনে দেখা গেছে,কয়েকটি ইউনিয়নে ভোটারদের কাছে বিদ্রোহী প্রার্থীদের কদরও কম নয়। ভোটার মোঃ নাজমুল ইসলাম,আঃ কাদির ও হাফেজ জাকির আল হুমাইন জানান, মার্কার চেয়ে প্রার্থীর যোগ্যতাকে আমরা বড় করে দেখছি।
মার্কা আমাদের পছন্দে কিন্তু প্রার্থী পছন্দের না হওয়ায় আমরা আছি বিপাকে। নির্বাচন বিশ্লষকরা মনে করছেন নৌকার মাঝিদের ভোট সাগর পাড়ি দিতে বড় বাধা তাদেরই দলেরই বিদ্রোহী প্রার্ধী।