এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ দুলা শাহ মাজারে বাড়ী দখলের দাবীদার নিয়ে ভাই-বোনের মাঝে সংঘর্ষের প্রস্তুতি নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ওই মাজারের প্রধান খাদেম আনোয়ার শাহ (৩৫)কে পুলিশ আটক করেছে। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার শাহর পিতা মারার যাওয়ার পর একই বাড়ী আনোয়ার ও তার বড় বোন শাবানা দাবী করে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাবানা আক্তার স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। সম্প্রতি তিনি বাড়ীতে আসেন।
ওই সময় আনোয়ার শাহ ও শাবানা আক্তারের মাঝে বাড়ী দাবীদার নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রস্তুতি নেয়।
খবর পেয়ে সদর থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আনোয়ারকে আটককরলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে এসআই রাজকুমার জানান, ভাই-বোনের পারিবারিক বিরোধ এ কারণে তাকে আটক করা হয়েছে। সমাধান হলে তাকে ছেড়ে দেয়া হবে।