এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার আড়িয়া গ্রামে স্বামী শ্বশুর বাড়ীর লোকজনের উপর মামলা করেও রেহাই পাচ্ছেনা এক গৃহবধু। উপরোন্তু প্রতারনার মাধ্যমে মামলা তুলতে না পেরে ধাওয়া খেয়ে আদালত থেকে পালিয়ে গেল ওই প্রতারক চক্রটি। জানা যায়, ২ বছর আগে ধর্মঘর গ্রামের তানিয়া আক্তারের সাথে বিয়ে হয় আড়িয়া গ্রামের আব্দুল মমিনের পুত্র হুমায়ুনের সাথে। বিয়ের পর থেকেই জামাই শ্বশুর ও তার বাড়ীর অন্যান্য লোকজন তানিয়ার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে যৌতুকের জন্য তানিয়াকে মারপিট করে সন্তানসহ তানিয়াকে পিত্রালয়ে পাটিয়ে দেয়। এ ব্যাপারে তানিয়া হবিগঞ্জের নারী শিশু নির্যাতন আদালতে জামাই শ্বশুরসহ অন্যান্যের উপর একটি মামলা দায়ের করে। মামলা থেকে বাচার জন্য তারা প্রতারনার আশ্রয় নেয়। গত রবিবার দুপুরে তানিয়া ও তার মাকে আপোষের কথা বলে শ্বশুর আব্দুল মমিন, দেবর সামায়ুন, জলিল, মঞ্জুর আলী, ও হায়দার আলী একটি প্রতারক চক্র আদালতে নিয়ে আসে।
এবং আপোষ নামাসহ যাবতীয় কাজ লেখার পর তানিয়ার আইনজীবি বুঝতে পারে বিষয়টি প্রতারণা শুরু হয়েছে। সাথে সাথে কোর্ট পুলিশ কে অবগত করা হলে ওই প্রতারক চক্রটি পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে তোলপার শুরু হয়েছে।