নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর বিরুদ্ধে পাওনা টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিবরনে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হন। ওই নির্বাচনে তিনি নবীগঞ্জ শহরের আরিফ অফসেট প্রিন্টিং প্রেস থেকে পোষ্টার, লিফলেট ছাপা করান। নির্বাচনী পোষ্টার, লিফলেট বাবদ তার কাছে ওই প্রতিষ্ঠানের প্রায় দেড় লক্ষাধিক টাকা পাওনা ছিলো। নির্বাচন চলাকালীন সময়ে তিনি টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন। নির্বাচনের পর পাওনা টাকার জন্য ওই প্রতিষ্ঠানের মালিক বার বার তাকে তাগদা দিলেও সে তাতে কর্ণপাত করেনি। একপর্যায়ে টাকা না দেওয়ার জন্য সু-চতুর আব্দুল হাই টাকা প্রাপ্তির কথা অস্বীকার করে। এতে বিপাকে পড়েন ওই প্রেসের মালিক। বিষয়টি তিনি নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সহ স্থানীয় সালিশানদের অবগত করলে তারা বিষয়টি মীমাংশা করার জন্য চেষ্ঠা করলেও আব্দুল হাই তাতে কর্ণপাত করেনি। একপর্যায়ে বাধ্য হয়ে আরিফ অফসেট প্রিন্টিং প্রেসের মালিক নবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।