নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওলিপুরে ইউনুছ আলী হত্যা মামলা অন্যতম আসামী আওয়ামী লীগ নেতা আদিল হোসেন জজ মিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার সকালে জেলা অতিরিক্ত দায়রা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আদিল হোসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আসামী আদিল হোসেন জজ মিয়া ব্রাহ্মণডোরা গ্রামের মৃত ভিংরাজ মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ২০১০ সালে ২৯ এপ্রিল ওলিপুর নামকস্থানে টেম্পু ভাড়া ২ টাকা নিয়ে গ্রামবাসীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় ওলিপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র ইউনুছ আলী মারা যান। ৩০ এপ্রিল নিহতের ভাই মোঃ ইছব আলী বাদী হয়ে আদিল হোসেন জজ মিয়াসহ ৫০ জনকে আসামীকে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ১১ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেন মামলার সম্পুরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে।