ষ্টাফ রিপোটার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কিশোর মাহফুজুর রহমার রিয়াজ ১০ দিনে ও উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিখোঁজ রিয়াজ বেঁচে আছে কি না তাকে অপহরণ করে মেরে ফেলা হয়েছে নিয়ে দিন দিন সন্দেহের দানা বাড়ছে। রিয়াজের মাতা সুফিয়া খাতুন নিখোঁজের পর দিন চুনারুঘাট থানায় ৪৩৯/১৬ জিডি দায়ের করেন।
যাহা এখন তদন্তাধীন। রিয়াজের মাতার দাবি নিখোঁজ জিডিতে সিরাজুল ইসলাম, মোঃ ফারুক মিয়া, জিলুর রহমান, আঃ হাই, জাহাঙ্গীর মিয়া, জুনেদ মিয়া, জিতু মিয়া, আল-আমিন নাম উল্লেক করা হয়েছে। তাদেরকে পুলিশ অদৃশ্য কারণে জিজ্ঞেস করেনি।
উল্লেখিতদের সাথে রিয়াজের পিতা জমরুত মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
ওই বিরোধকে কেন্দ্র করে আসামীরা রিয়াজকে অপহরণ করে গুম হত্যা করে ফেলতে পারে বলে তিনি মনে করেন।