এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে এক মা তার সাত বছরের সৎ কন্যাকে নির্যাতনের পর হত্যা করেছেন।এ ঘটনায় মা কে শিরচ্ছেদ করার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ,সৌদিআরবে বসবাসরত লায়লা বিনতে আব্দুল মুত্তালিব বাসিম নামের ওই মা কে মক্কার একটি সড়কে প্রকাশে তার শিরচ্ছেদ করা হয়।
মিডল ইস্ট আই নামের একটি সংবাদমাধ্যমে পাঠানো ভিডিও চিত্রে দেখা যায়, দণ্ড প্রাপ্ত ওই মা কে চার পুলিশ সদস্য টেনে হিচড়ে একটি রাস্তায় নিয়ে যায়। এসময় ওই নারী ‘ আমি খুন করিনি, আমি খুন করিনি’ বলে চিৎকার করছিল। গলায় ছুরি চালিয়ে হত্যার পর তার মৃতদেহ রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।
গত ১৫ দিনে সৌদি আরবে নয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।গত বছর এ সংখ্যা ছিল ৮৭।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,‘নিরাপত্তা’ রক্ষায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।