চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন সজল (৩৫) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাকে চুনারুঘাট দক্ষিণ বাজার থেকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন সজল উপজেলার গরগাও গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গোপন সংবাদে এ এসআই মোঃ আরিফুল আলম খান অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, আনোয়ার হোসেন সজল সিআর ১/১৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।