শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জমজমাট জুয়ার আসরে লাখ লাখ টাকার খেলা হচ্ছে কিন্তু দেখার যেন কেউ নেই। জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে ওয়ানটেন বোর্ড বসিয়ে দিবা রাত্রি খেলা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক দল। এ জুয়ার আসরে বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে জুয়া খেলছে। এমনকি জুয়ারিরা মনোরঞ্জনের জন্য বিভিন্ন এলাকা থেকে সুন্দরী যুবতীদের নিয়ে আসা হয়। ২০১৩ সালে ১৮ জানুয়ারী শ্রীমঙ্গঁল র্যাব-০৯ জুয়ার আসরে হানা দেয়ার পর বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে ওয়ান টেনের জুয়ার আসর।