তোফাজ্জল হোসেন : মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নে আচরণবিধি লংঘন করায় ২ মহিলা মেম্বার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার মো : রাশেদুল ইসলাম বাঘাসুরা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ২ মহিলা মেম্বার প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১৬ এর ২১ ধারা লংঙ্গন এর অভিযোগে জরিমানা করেন।
২ মহিলা মেম্বার প্রার্থীরা হলে- মোছাঃ জোসনা আক্তার(মাইক, মার্কা),নাছিমা আক্তার ( তালগাছ, মার্কা), প্রত্যেক জনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার মো : রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন তারা একের অধিক মাইক ব্যবহার করার কারণে তাদের কে জরিমানা করা হয়েছে।