নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্টিত নির্বাচনী ঊঠান বৈঠকে দূর্বৃত্তদের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় শাহান মিয়া (১১) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আহত কিশোর আমড়াখাই গ্রামের সেনাই মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সোনাপুর গ্রামে। আহতকে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সমর দাশ ও ইউপি আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংখ্যা জনক।
স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার রাতে আসন্ন ইউপি নির্বাচনে ২ নং বড় ভাকৈর ইউপির আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশের (নৌকা মার্কার) সমর্থনে স্থানীয় সোনাপুর গ্রামে নির্বাচনী একটি উঠান বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠক শেষ পর্যায়ে অজ্ঞাত স্থান থেকে একদল দূর্বৃত্ত মিটিং উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সভায় আতংক বিরাজ করে। এ সময় শাহান মিয়া নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। তাদের দাবী উক্ত হামলাটি পূর্ব পরিকল্পিত। নৌকার বিজয় সুনিশ্চিত দেখে প্রতিদ্বন্ধি প্রার্থীরা তাদের কর্মী সমর্থক দিয়ে এ হামলা করিয়েছে। এ টা আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সমর দাশকে হত্যার ষড়যন্ত্র। এছাড়া কয়েক দিন ধরে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ রয়েছে।