মোঃ রহমত আলী ॥ অবৈধ দখল, নিচুঁ স্থান ভরাট এবং ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত ও সংকির্ণতার ফলে লক্ষাধিক জনগোষ্টি বসবাসের শহর হবিগঞ্জ এখন জলাবদ্ধতায় পরিণত হয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন । স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী পেশাজীবী ও পথচারীরা যাতায়াত করতে পারছেন না। কর্মচাঞ্চল্যতায় স্থবিরতা দেখা দিয়েছে।
দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ব্যবস্থা নিরসনে কোন উদ্যোগ নেই। বৃষ্টি হলেই শহরের প্রধান সড়ক, সরকারী অফিস, আবসিক এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দিন দিন চড়ম দুর্ভোগে পরিণত হচ্ছে নগর বাসি। সরজমিনে দেখা যায় শহরের সার্কিট হাউজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাস ভবন এলাকা, চৌধুরী বাজার, বগলাবাজার, সিনেমাহলরোড, মোহনপুর এলাকায়, শায়েস্থানগন, নোয়াবাদ, নিউ মুসলিম কোয়টারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কে জলাদ্ধতা সৃষ্টি হয়ায় যানবাহনের চাকার ছুড়ে আসা পানিতে গা ভিজে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
উল্লেখ্য যে, পানি নিষ্কাশনের ড্রেণের উপর দখল করে অবৈধ ভাবে স্থাপনা গড়ে তুলেছে কিছু অসাধু লোক। তাছাড়া ময়লা আবর্জনা ফেলে ড্রেনেজ ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফলে বৃষ্টি হলেই পুরো শহর জুড়ে জলা বদ্ধতার সৃষ্টি হয়। শহরের ড্রেনেজ ব্যবস্থা পূণ সংস্কার করে দ্রুত পানি নিষ্কান ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃ পক্ষকে জোর দাবী জানান শহনর বাসি।