হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের প্রবীণ আইনজীবি আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্নলিল্লহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ভাড়াটিয়া বাসায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। দুই পুত্র ও এক কন্যা, স্ত্রী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ৮ টায় নবীগঞ্জ উপজেলায় মান্দারকান্দি গ্রামে নিজ বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবি ফোরামের সভাপতি সামছু মিয়া চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মঞ্জুর উদ্দিন শাহিন ও সাধারণ সম্পাদক রমিজ আলী প্রমুখ।
তারা তার রোহের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আইনজীবি ফোরামের সক্রিয় সদস্য ছিলেন।