এম এ আই সজিব ॥ চেক ডিজওনার মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী কথিত যুবলীগ কর্মী বদুরুজ্জামান পলাশ (৩৫) কে আটক করেছে পুলিশ। সে শহরের রাজনগর এতিমখানা রোড এলাকার মৃত রাজ্জাক মিয়ার পুত্র।
মঙ্গলবার রাত ৮ টায় সদর থানার এএসআই নুরে আলম সিদ্দীকির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃত বদুরুজ্জামানের বিরুদ্ধে আদালত থেকে চেক ডিজওনার মামলায় ১ বছরের কারদন্ড এবং ১ লক্ষ ৭হাজার ১৪টাকার সাজার পরোয়ানা ছিল। এতদিন সে আত্ম গোপনে ছিল।