হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের গোপায়া ইউনিয়নের বিএনপির (ধানের শীষ) এর প্রার্থী এম মন্নান এর নির্বাচনী প্রচারণা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : হাজী বুলবুল চিশতীয়া ।
ওয়াহিদ মিয়ার পরিচালনা মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৮ সর্দার ওয়াহিদ্দুজ্জামান, সর্দার শুকুর মিয়া,সর্দার লাল মিয়া, সর্দার মুকুল মিয়া,সর্দার আচিম উল্লা, সর্দার আলফু মিয়া,সর্দার এমরান, সর্দার রফিক,সর্দার মান্নান, সর্দার আরজত আলী, এছাড়াও উপস্থিত ছিলেনঃ- শাহিন মিয়া, জাহিরমিয়া, শাহ আলম মোড়ল সামছু মিয়া,সজল খান, হেকিম মিয়া, লিয়াকত মিয়া,নাইম, সিরাজ উদ্দিন খান, শাহ আলম খান,তাহির মিয়া, আবদাল মিয়া, সোহেলমিয়া, সোহাগ মিয়া, সিরাজ মিয়া,সাইদুর রহমান, শহিদুল মিয়া , আহাদ মিয়া, আলীমমিয়া, এমরান, হাজি সওকত আলী, নুর আলম, কাইয়ুম মিয়া, এডঃ জামাল, শাহ আশিক, রহমত, আঃরউফ, আঃ হাই (মোড়ল বাড়ি), মোঃ ইদ্রিস , আঃসোবহান, কাদির মিয়া, দুলাল, মহিবুল ইসলাম সোহল, প্রমূখ্য।