মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামীলীগ ও বিএনপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা বেকায়দায় রয়েছেন।
চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ৪জুন ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এতে দলীয় ও স্বতন্ত্রসহ ৪৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামীলীগের ও ৩ ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিদ্রোহীদের নিয়ে দলীয় প্রার্থীরা বেকায়দায় পড়েছেন।
উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নে আওয়মীলীগের হুমায়ুন কবীর খাঁন দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ, ৪নং পাইকপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার দলীয় আওয়ামীলীগের প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়নে ফজলুর রহমান তরফদার সবুজ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন সাবেক চেয়ারম্যান আঃ রশীদ মাষ্টার, ১০নং মিরাশী ইউনিয়নে শফিউল আলম তালুকদার মানিক আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার।
অপরদিকে ১নং গাজিপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মীর শওকত আলী সেলিম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন রঙ্গু মিয়া ও জহিরুল হক চৌধুরী। ২নং আহম্মদাবাদ ইউনিয়নে গোলাম মোস্তফা কুটি বিএনপির দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন সালেহ উদ্দিন বাবরু।
৩নং দেওরগাছ ইউনিয়নে সৈয়দ আবু নাইম হালিম বিএনপির দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী হয়েছেন ইব্রাহিম কবীর। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের জানান, দলের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদর নির্বাচন না করার জন্য বলা হয়েছে। এরপরও কেউ নির্বাচন করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার জানান, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে পরবর্তীতে দলীয় সিদ্বান্ত নেওয়া হবে।