এম এ আই সজিব ॥ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ে পুলিশ ও নির্বাচনী প্রার্থীদের মধ্যে এক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে সদর থানার ওসি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সদর থানার এসআই মিজানুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী, হবিগঞ্জের দক্ষিণ সার্কেল সাজ্জাত ইবনে রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ। তারা তাদের বক্তব্য পেশ করেন। এসময় পুলিশ নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এবং কোন রকম দাঙ্গাহাঙ্গামা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।