নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের প্রবাসী বিশ্বজিত চন্দর আয়োজনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত সোমবার রাতে এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়।
অনুষ্টানমালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নাম জপ,সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি ডাঃ মিহির লাল সরকারের সভাপতিত্বে এতে আলোচনা করেন উৎসব কমিটির সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক রশময় শীল,শিক্ষক রাখাল চন্দ্র দাশ, নরেশ চন্দ্র দাশ,সুশান্ত শীল, নয়ন চন্দ্র দাশ, নয়নমনি সরকার, লিটন শীল, অখিল দেব,অজয় দেব প্রমূখ।
অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের মাঝে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়।